মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার নলপুকুর এলাকা থেকে ফেন্সিডিলসহ-১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৪ মার্চ) রাত ১০ টায় উপজেলার নলপুকুর এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মো. জাহেদুল ইসলাম (৫০), পিতা-মৃত আয়েজ উদ্দিন, গ্ৰাম- চকচন্ডি, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে পালিয়ে যায় মো. আইনুল ইসলাম (৩০), পিতা-মো. নাজেল, গ্ৰাম-সুনড়া, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ। পলাতক আসামি, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পলাতক আসামী আইনুল ও গ্রেফতারকৃত আসামী জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী জাহেদুল ও আইনুল সহযোগী হিসেবে কাজ করত বলে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।