মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়ণপুর বাজার থেকে ১০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায় হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইউসুফ আলী শাহীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত পাঁচ তিন দুই হাজার চব্বিশ ইং তারিখ দিবাগত রাত দুইটা ৩০ ঘটিকার সময় হরিনারায়নপুর বাজারস্থ সদরঘাট ব্রিজের উপর থেকে দশ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে আটক করেন। আটককৃত আসামির নাম মদন মোহন সরকার ,বয়স ৪০, পিতা অজিত কুমার। সাং হরিনারায়ণপুর থানা ইবি জেলা কুষ্টিয়া। আরো জানা যায় আসামি মদনমোহন সরকার দীর্ঘদিন যাবত হরিনারায়নপুর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অবাধে চালিয়ে আসছে । এ ব্যাপারে হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পে একটি জিডি করা হয়েছে, জিডি নং ১০৫ তারিখ ০৫-০৩-২০২৪ ইং ।