অমল পালিত,যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারে ৮মার্চ শুক্রবার গভীর রাতে দোকানের পাকা দেয়াল ভেঙে ও টিন কেটে ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী।
বসুন্দিয়া মোড় বাজারের মধ্যভাগে নড়াইল সড়কে অবস্থিত কুন্ডু স্টোরের পাকা দেওয়াল ভেঙে এবং আপ্যায়ন সুইটসের চালের টিম কেটে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুন্ডু স্টোর এর পরিচালক পলাশ কুমার কুন্ডু বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পলাশ কুন্ডু (৪৫) তার অভিযোগে উল্লেখ করেছেন প্রতিদিনের মতো তিনি রাত ১১:৪৫ এর সময় ব্যবসা প্রতিষ্ঠানের তালা বন্ধ করে বাড়িতে যান। পরদিন ৯ মার্চ শনিবার সকাল সাড়ে সাতটায় দোকান খুলে ভিত…