আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁও’র ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ৫ পরিবারের একটি বসতঘর পুড়ে অন্তত ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রোববার ১০ মার্চ বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম গজালিয়া এলাকায় মৃত সালেহ আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বিকেলে ওই বাড়ির একটি কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মৃত সালেহ আহমেদের বাড়ীতে ৫ ভাইয়ের ২৫ সদস্যের একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রামু ফায়ার স্টেশনের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমেন বড়ুয়া জানান ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামশুল আলম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ দুর্দশা দেখে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।