শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন শিকদারের ছোট বোন কামরুন্নাহার শিকদারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরা মাইক্র স্ট্যান্ডে বিখ্যাত দালালের ভিডিও ভাইরাল হওয়া সেই চাঁদাবাজ গ্রেফতার টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম আশুলিয়া থানা পুলিশের সফল অভিযান ছিনতাইকালে চাকু দিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার জঙ্গল থেকে আব্দুল বারেকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, গার্মেন্টসকর্মী শাহনাজ আক্তার এখন তুহিন মিয়া আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল স্বাধীন বাংলা পার্টি তিতাসে মজিদপুর ইউনিয়নে বৈষ্যমবিরোধী মামলায় আ’লীগ ওয়ার্ড সভাপতি আটক চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

বিএমডিএর গভীর নলকূপ থেকে পানি পাচ্ছেন না রাজশাহীর ৫০ কৃষক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

 

পাভেল ইসলাম মিমুল

 

 

গভীর নলকূপের সক্ষমতা আছে। তাই কৃষকদের জন্য নতুন করে গভীর নলকূপ থেকে জমি পর্যন্ত নালাও সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু এখন কৃষকদের পানি দেওয়া হচ্ছে না ধান চাষের জন্য। এই কৃষকদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। দুর্গাপুর পৌরসভার রইপাড়া সরকারপাড়া মাঠে তাদের জমি।

এই মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ আছে। এর আওতায় ১৫০ বিঘা বোরো ধানের জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু চাষ হতো ১০০ বিঘার মতো। এরইমধ্যে বেশকিছু জমিতে পুকুর খনন হয়েছে। তাই বোরো ধানের জমি কমেছে। এ অবস্থায় ধানের জমি বাড়াতে সম্প্রতি বিএমডিএ গভীর নলকূপ থেকে মাটির নিচ দিয়ে নালা সম্প্রসারণ করেছে। এখন আরও প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব।

কিন্তু বেঁকে বসেছেন গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি মো. আলাউদ্দিন। নতুন জমিতে তিনি সেচ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অথচ এবার গভীর নলকূপের পানিতে বোরো ধানের প্রস্তুতি নিয়েছিলেন এই কৃষকেরা। তারা বোরো ধানের চারাও তৈরি করেছেন। জমিতে লাগাতে কেউ কেউ চারা তুলেও ফেলেছেন। এখন জমিতে পানি পাচ্ছেন না। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে বিএমডিএর দুর্গাপুর কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তারপরও দুইদিনেও বিষয়টির সুরাহা হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত চাষিরা পানি পাননি।

মাঠের কৃষকেরা জানান,বিএমডিএর গভীর নলকূপ থেকে জমি পর্যন্ত নালা ছিল না বলে এতদিন তারা বোরো ধান চাষ করতে পারতেন না। শাক-সবজি চাষ করতেন দূর থেকে পাইপের মাধ্যমে পানি এনে। এভাবে ধান চাষ সম্ভব নয়। এবার তাদের পানি দেওয়ার কথা বলে নালা সম্প্রসারণ করা হয়। এর জন্য কৃষকেরা ২০ হাজার টাকাও দিয়েছেন। কিন্তু নালার কাজ শেষে এখন গভীর নলকূপের অপারেটর বুদন আলী ও সভাপতি আলাউদ্দিন পানি দিতে চাচ্ছেন না।

মাঠে ১৫ কাঠা জমি আছে কৃষক শাহাদ আলীর। তিনি বলেন,আমার আর অন্য কোথাও কোন জমি নাই। এইটুকুই জমি,সেখানে এতদিন ধান হয়নি পানির অভাবে। শুধু শাক-সবজি করেছি। এখনও পেঁয়াজ আছে। ক’দিনের মধ্যে পেঁয়াজ উঠবে। তারপর ধান করব ভেবেছিলাম। আশা ছিল,এবার কিছুদিন ঘরের ধানের ভাত খাব। কিন্তু এখন তো পানিই দিতে চাচ্ছে না।

এলাকার স্কুলশিক্ষক হাফিজুর রহমানের দুই বিঘা জমি আছে এলাকায়। তিনি বলেন,প্রায় ৫০ জন কৃষকের ৫০ বিঘা জমিকে ধান চাষের আওতায় আনতেই নতুন করে প্রায় ২০০ ফুট নালা সম্প্রসারণ করা হয়েছে। এখন এই ৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। কিন্তু কমিটির সভাপতি পানি দিতে চাচ্ছেন না। কেন পানি দেবেন না সেটাও তিনি বলছেন না।

হাফিজুর রহমান বলেন,দুই বিঘা জমিতে ধান করতে আমি নিজেই এবার বীজতলা করে চারা করেছি। সকালে চারা তুলেও নিয়েছি। এখন নালার মুখ ছেড়ে জমিতে পানি দিয়ে কাঁদা করে চারা লাগানোর কথা। এখন পানি দিতে চাচ্ছে না। পানি না দিলে আমার তোলা চারা নষ্ট হয়ে যাবে।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সভাপতি মো. আলাউদ্দিন বলেন,পানি দেওয়া হবে না তা ঠিক না। পানি দেওয়া হবে। এতদিন ডিপ (গভীর নলকূপ) বন্ধ ছিল। আজকেই ডিপ চালু করা হয়েছে। নতুন আরও ৫০ বিঘা জমিতে ধানে পানি দেওয়ার সক্ষমতা এই ডিপের আছে। পানি দেওয়া হবে। কিন্তু কোন কৃষক অভিযোগ করেছে তা আমি জানি না।

বিএমডিএর দুর্গাপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আজমল হক বলেন,নতুন জমিতে সেচ দেওয়ার জন্যই নালা সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু ওখানে সভাপতির সঙ্গে কোন কৃষকের হয়তো ব্যক্তিগত বিরোধ আছে। সে জন্য তিনি পানি দেননি। কিন্তু পানি না দিয়ে উপায় নেই। একটা লিখিত অভিযোগ পেয়েছি,আমি লোক পাঠিয়ে সমস্যার সমাধান করে দেব।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102