মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, পণ্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, ভেজাল খাদ্য, নিম্নমানের খাদ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে পৃথক ভাবে মহম্মদপুর সদরে অভিযান পরিচালনা করা হয়।
পৃথকভাবে অভিযান পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বাসুদেব কুমার মালো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফলের দোকান, মুদি দোকান, পোল্ট্রি ব্যবসায়ী ও সার ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মের কারণে অভিযুক্ত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো বাজারে অবৈধ ব্যবসায়ী, ফুটপথের দোকান সরানো সহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেন। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল ৩১ হাজার টাকা ও সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন সমগ্র রমজান মাস জুড়ে বিভিন্ন বাজারে আমাদের ভ্রাম্যমান আদালত চলমান থাকবে। কোনও অনিয়ম পরিলক্ষিত হলে তিনি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।