তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা,সৈয়দপুর উপজেলা ও পৌরশাখার শাখার যৌথ উদ্যোগে রমজান মাসজুড়ে বিনামূল্য ইফতার বিতরণ করা হচ্ছে ।
গত ১২ মার্চ পহেলা রমজান থেকে এই বিতরণটি শুরু হয়েছে। শহরের জি আর পি চত্বরে এই বিতরণটি করা হচ্ছে। প্রতিদিন আসরের নামাজের পর থেকে ভীড় জমাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর এই মহৎ কাজের ফলে সমাজে বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু এই বিষয়টি সেই সাথে বিভিন্ন শ্রেণিপেশার লোকেরা সাধুবাদ জানাচ্ছেন।সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা ফিরোজ বলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ইফতার বিতরণী উদ্যোগেটা সময়োপযোগী। সৈয়দপুরে অনেক সেচ্ছাসেবী সংগঠন আছে তারাও যেন এই মহৎ কাজে এগিয়ে আসে।
কিছু দিন আগে অদূর ভারতের জায়েস শরীফ দরবার এর ওয়ালিয়ে আহাদ সৈয়দ জামাল আশরাফ আশরাফি আল জিলানীর দৃষ্টিগোচর হয় এইবিষয়টি।
তিনি অত্যন্ত খুশী হন এবং বলেন সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর এই কাজটি আসলে অনেক প্রশংশনীয়। তিনি সংগঠনের উত্তর – উত্তর উন্নতি ও সংগঠনের সকলের দীর্ঘ আয়ু কামনা করেন।