স্টাফ রিপোর্টার
গাজীপুরে বসবাসরত এক নারী সাংবাদিককে বিভিন্ন সময় পথে-ঘাটে উত্যক্ত, বিরক্ত ও হুমকী দেওয়ার অভিযোগ ভয়ংকর নারী লোভী ইব্রাহীমের বিরুদ্ধে ।
ভূক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, পেশাগত কারণে ইব্রাহীমের সাথে তার পরিচয় হয়। কিন্তু তিনি যে এত ছোট মনের এবং নারী লোভী সাংবাদিক তাহা জানতো না। এক কথায়, তিনি মেয়ে পটানোর জন্য যে সকল কৌশলে অবলম্বন করার দরকার তিনি তা-ই করেন। ইব্রাহীমের অন্যায় অপরাধ মূলক কর্মকাণ্ডে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই এবং থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত ইব্রাহীম ও মোতাহারের বিরুদ্ধে অভিযোগে দায়ের করে।
উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার সোবহানের বাড়ীতে ইব্রাহীম খলিল ভাড়ায় থাকেন। সে লম্পট প্রকৃতির লোক। ইব্রাহীম পথে ঘাটে সুযোগ পাইলে, ভুক্তভোগী নারীকে উত্যক্ত, বিরক্ত ও অপ- প্রচার করে। ভুক্তভোগী নারী প্রতিবাদ করায় ইব্রাহীম অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায় বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। ইব্রাহীমের পরিকল্পনায় ও সহযোগীতায় তার সহযোগী মোতাহারের ফেসবুক আইডি “গাজীপুর নিউজ” ওয়ালে ভুক্তভোগীর ছবি ব্যবহার করে বিভিন্ন যুবকের সাথে প্রেমের প্রতারণা করে যুবকদের ক্ষতি সাধন করিতেছে মর্মে মিথ্যা ও বানোয়াট বক্তব্য লিখে পোস্ট করেন। যাহার ফলে চারিত্রিক, কর্মস্থল, সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।
বাসন থানা থেকে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং উক্ত অভিযোগটি তদন্তের দায়িত্ব এসআই সুরুজ্জামানের উপর হাওলা করা হয়েছে বলেও জানা যায়।
অভিযূক্ত মোঃ ইব্রাহীম খলিল জানান, তিনি ভুক্তভোগী ভিকটিমকে চিনে কিন্তু অভিযোগের বিষয়টি অস্বীকার করে।
বাসন থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উক্ত অভিযোগ এসআই সুরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইহা চলমান রহিয়াছে।