মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
রাস্তা এখন মুসুরি, কলাই,ধনিয়া,মসনা,গম সহ সকল প্রকার চৈতালি ফসল মাড়াই করার এক সুন্দর উঠানে পরিনত হয়েছে। প্রায় সময়েই ঘটছে পথযাএীদের এস্কি্ডেন্ট। অনেক সময় মারাও যেতে দেখা যাচ্ছে আবার কেউ চিরকালের জন্য পঙ্গু ও হয়ে যাচ্ছে।
প্রতিবছর ই সাংবাদিকরা ফেসবুকে পোস্ট করে লিখে থাকে ও পত্র পত্রিকায় সংবাদ ও প্রচার করে আসছে দীর্ঘদিন ধরে।
তবে যে বা যারা ব্যবস্থা নিবে তারা যুগের পর যুগ শুধু দেখেই আসছে। ব্যবস্থা নিতে নিতে প্রতি বছর ই বতর শেষ হয়ে যায়। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল মুঠোফোনে জানালেন, আমি ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার গ্রাম পুলিশ আনসারদেরকে নির্দেশ দিয়েছি রাস্তা থেকে সকল প্রকার মসুরি, কলোই, ধুনে, গম,সকল প্রকার ফসল সরিয়ে নেয়ার জন্য।
আসুন আমরাই সবাই সচেতন হই এবং রাস্তা কে মরণ ফাঁদের হাত থেকে বাঁচাই। কারন আমার আপনার পরিবারের লোকজনই বিপদের কবলে পড়ছে প্রতিনিয়ত।