নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার গাজীপুর কালিয়াকৈর বরাবো এলাকায় বিভিন্ন গাড়ির পুরাতন পোড়া মবিল, কেরোসিন তেল ও এনে এক ধরনের রিফাইনিং মেডিসিন একত্রে জ্বাল দিয়ে উৎপাদন হচ্ছে ভেজাল মবিল। আবার কখনো কখনো নিম্নমানের মবিল কিনে দামি ব্রান্ডের বোতলে ভরে সেগুলো বাজারে সরবরাহ করছে একটি প্রতারক চক্র। এতে যানবাহনের মালিকই শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা কিন্তু নয়। সেই সাথে বিকল হচ্ছে দামি যানবাহনের যন্ত্রাংশ। ভেজাল মবিলের কারনে যে কোনো গাড়ি যে কোনো সময় বিস্ফোরণেরও শঙ্কা রয়েছে। নকল-ভেজাল মবিলে সারা দেশ ছেয়ে গেছে।
অভিযোগ রয়েছে, পুলিশ ও পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের নিয়মিত ‘মাসোহারা’ দিয়ে বছরের পর বছর এ ধরনের অনৈতিক ব্যবসা করে চলছে একটি চক্র। যদিও আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মধ্যেই বিভিন্ন আসলের লেবাসে নকল মবিল তৈরির কারখানায় অভিযান চালায়। জরিমানা আদায় করে। আবার অসাধু ব্যবসায়ীদের জেলেও পাঠায়। কিন্তু ভেজাল মবিল সরবরাহ কিছুতেই বন্ধ হচ্ছে না।
অনুসন্ধান করে জানাযায় , ঢাকার বিশেষ করে, গাজীপুর জেলা কালিয়াকৈর থানার বারাবো এলাকায় নকল মবিল কারখানার সন্ধান মিলেছে। অনুসন্ধানে জানা যায়, পুরান ঢাকার চাঁনখারপুল, খাজে দেওয়ান লেন, নিমতলী, চকবাজার, লালবাগ, ইসলামপুর, তাঁতীবাজার, ধোলাইখালসহ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই অবৈধ কাজে জড়িত একাধিক সিন্ডিকেট রয়েছে।
এ সমস্ত কারখানায় কোন ব্যানার /সাইনবোর্ড না লাগিয়ে চলছে অবৈধ ব্যবসা। অনুসন্ধান করে যারা যায় ফ্যাক্টরীর নাম ইকো গ্রিন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠাতা মোঃ আবুল বাসার, মৌচাক বাস স্ট্যান্ড থেকে ৫ কিলো দূরে বনের ভিতরে চলছে এই ব্যবসা। আবুল বাশারের মুঠোফোন কথা হলে তিনি বলেন দীর্ঘদিন যাবত করে যাচ্ছেন এই ব্যবসা। এবং কাঠ কাঠ পুড়িয়ে চালানো হচ্ছে এই ব্যবসা।