রেজাউল করিম সুন্দরগঞ্জ
সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়নে ব্রাক উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান জনাব সামছুল হুদা মাস্টার তিনি বলেন বাল্যবিয়ে একটা সামজিক বেদী বল্যবিয়ের কারনে সমাজে নানা রখম সমস্যা দেখা দিচ্ছে, অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে দেয়ার কারনে নারী মৃত্যুর হার বারছে,মা ও শিশু অসুস্থ হয়ে পরছে,, চেয়ারম্যান মহাদয় আরও বলেন আমরা সমাজের মানুষ যদি সচেতন হই তা হলে সমাজে কোন বাল্যবিয়ে হবে না সেই সাথে ইমাম সাহেব ও কাজী সাহেব কে সতর্ক থাকতে বলেছেন যাহাথে কোন বাল্যবিয়ে না হয়।
ব্রাক এনজিও উদ্বেগে সমাজিক সচেতন মুলক বাল্যবিয়ে প্রতিরোধ মুলক আলচনা হয়। ব্রাক কর্মকর্তা মো : এনামুল হক ডিপুটি ম্যানেজার ও মো: বজলুর রহমান অফিসার সেল্প সুন্দরগঞ্জ সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন,,জনাব মো: আ: লতিব প্রধান শিক্ষক নিজ পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জনাব মো: মাহফুজার রহমান সিজু নিজাপাড়া ইসলামি বালিকা দাখিল মাদ্রাসা, জনাম মো: শাহজালাল মেম্বার রফিকুল মেম্বার তাজরুল মেম্বার শফি