মোশারেফ হোসেন ঝালকাঠি প্রতিনিধি
আগামী ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে মনোনয়ন পত্র বৈধ হওয়ার পরে, প্রতিক বরাদ্দের পূর্বে প্রার্থীদের প্রচার কাজে ভোটারদের কাছে, পরিচিত হওয়ার জন্য, ভোটারদের কাছে যাওয়ার জন্য যে নিয়ম নির্বাচন কমিশন করে দিয়েছেন।
তাহা তোয়াক্কা প্রার্থীরা করতেছে না ইতিপূর্বে কাঁঠালয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী কে মোবাইল কোর্টে মুখোমুখি হয়েছে। এরা রাস্তা বন্ধ করে অরহ অরহ মিটিং করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান নির্দিষ্ট করে -নির্বাচনের বক্তব্য দিয়েছে যেটা প্রতীকের বরাদ্দের পূর্বে আচরণ বিধিতে নেই। যে সকল প্রার্থী মোবাইল কোর্টের সম্মুখীন হয়েছেন তারা হলেন-
(&)শহিদুল ইসলাম শহীদ,
পনেরো হাজার টাকা,।
–(&) গোলাম কিবরিয়া শিকদার,।
দশ হাজার টাকা,।
–(& ) এমাদুল হক মনির
দশ হাজার টাকা।
মোবাইল কোটের মাধ্যমে তিন জন প্রার্থীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদাল । আর বাকি দুইজন প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের কোন খবর পাওয়া যায়নি তারা হলেন।
—( &) মোঃ তরুণ শিকদার।
—(&) এম এ জলিল।