নিজস্ব প্রতিবেদক
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ-নৈরাজ্যর প্রতিবাদে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করার ঘোষণা দিয়েছে
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতারা।তারা বলেছেন,
প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা দূর্গ গড়ে তুলে অবরোধকে প্রতিহত করবে।
আজ (০২ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ এর উদ্যোগে
বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ ও
র্যালিটি চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স থেকে শুরু করে ঢাকা রেঞ্জ পুলিশ বক্স হয়ে বঙ্গবন্ধু কলেজের সামনে দিয়ে পায়ে হেঁটে পরবর্তীতে হাইওয়ে পুলিশ বক্স এর সামনে এসে বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা দেন।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,গাজীপুর এক আসনের এমপি ক্যান্ডিডেট মোহাম্মদ রেজাউল করিম রাসেল । উপজেলা চেয়ারম্যান যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াত আবারো তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে,শনিবার বিএনপি-জামায়াত শান্তি সমাবেশের নামে আগুন সন্ত্রাস তৈরী করেছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলছে।পুলিশ পিটিয়ে হত্যা করছে,তার ছোট শিশু বাবা বাবা বলে আহাজারি করছে। মিডিয়া কর্মীদের আহত করেছেন। এমন নির্মম হত্যাকান্ড মেনে নেওয়া যায় না।
মোঃ রেজাউল করিম রাসেল আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা,নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে কালিয়াকৈর উপজেলার সকল নেতাকর্মীরা মাঠে থাকবে। সর্বশেষ নৌকার ভোট চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।