মোঃ মোশারেফ হোসেন ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়া কৃষি অফিসের আয়োজনে ১৪ মে মঙ্গলবার ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দীন এর সভাপতিত্বে কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম কর্তৃক এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সঞ্জয় দাস সহকারী কমিশনার ভুমি কাঠালিয়া, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা
পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, মোঃ রেজাউল করিম ব্যাবস্থাপক সোনালী ব্যাংক মোঃ নাঈম আহম্মেদ ব্যাবস্থাপক রুপালী ব্যাংক, মোঃ মামুন পরিসংখ্যান অফিসার, কাঠালিয়া থানার তদন্ত ওসি সমীর ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এবং উপজেলার বিভিন্ন স্থানের কৃষক। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলা উপভোগ করেন।