মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরা জেলার মহম্মদপুর থানা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেন মহাম্মদপুর থানা পুলিশ। আসামিরা হলেন,
১। রুমন মোল্যা, পিতা-মোঃ আমানত মোল্যা, সাং-পানিঘাটা, ২। মোঃ বুলু জমার্দ্দার, পিতা-মোঃ হারুন জমার্দ্দার, সাং-পানিঘাটা,
৩। মোঃ সেলিম মোল্যা, পিতা-মৃত সালাম মোল্যা, সাং-নারানদিয়া,
৪। মিজানুর রহমান মিজু, পিপতা-মুক্তার হোসেন, সাং-কালিশংকরপুর
৫। শাহাজান মন্ডল, পিতা-মুজিবার মন্ডল, সাং-চর নাওভাঙ্গা,
৬। মোঃ লালচাঁদ, পিতা-সাত্তার শেখ, সাং-নাওভাঙ্গা ছলিমের চর
, সর্ব থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বোরহান উল ইসলাম বলেন,বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামদেরকে কঠোর অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার করা আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।