মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মামলার বাদী মোঃ আব্দুল মালেক পিতা, আব্দুল আউয়াল,সাং, কাইচ্চা বাড়ি থানা আশুলিয়া জেলা ঢাকা কে আমেরিকার পাঠানোর কথা বলে ১৬ লক্ষ টাকা সোনালী সাখাওয়াত নামের এক মহিলাকে প্রদান করা হয়।
কিন্তু আমেরিকার নিতে না পারায় সোনালী সাখাওয়াত এর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি প্রতারণার মামলা করা হয়। মামলা নং ৬৩(৬)১২। উক্ত মামলার গত
০৪ জুলাই ২০১৯ইং তারিখে রায় হয় আসামি পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেন।
আসামির বাড়ি মাগুরা জেলার মহাম্মদপুর থানায় হওয়ায়,মহাম্মদপুর থানাকে অবগত করলে মহাম্মদপুর থানা পুলিশ অভিযান শুরু করেন। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে,মহাম্মদপুর থানার এস আই রিপন সঙ্গীয় ফোর্স সহ আসামিকে গত ১৪ই মে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মাগুরা সদর থানার পার নান্দুয়ালি এলাকা হইতে একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। আসামি হলেন, সোনালী সাখাওয়াত,
পিতা, ওয়াদুদ সাখাওয়াত,
সাং,পানিঘাটা,থানা মহাম্মদপুর, জেলা মাগুরা। বিজ্ঞ আদালত আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচ হাজার টাকা জরিমানা অনাদায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।