মোঃ রেজাউল করিম
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের কুমিটি বিলুপ্ত করায় আজ গত ১৪ তারিখ রোজ বুধবার দুপুর ২ ঘটিকা বেলকা আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সাবেক সভাপতি জনাব শাহ সুলতান সুজন তার বক্তৃতায় বলেন, আমি তিল তিল করে জাতীয় ছাত্রসমাজ সুন্দরগঞ্জ উপজেলা তৈরী করেছি যখন ছাত্রসমাজের ১ টা কর্মি উপজেলায় ছিলো তখন থেকে অনেক পরিশ্রম করে ছাত্র সমাজের আজ ৫০০০ হাজার নেতাকর্মী তৈরী করেছি।
আজ কিছু জাতীয় পার্টির দালাল জাতীয় পার্টির ধ্বংস কারার নেতাদের কু বুদ্ধিতে আজকে আমাদের কুমিটি বিলুপ্ত করা হয়েছে, কুমিটি বিলুপ্ত হওয়ায় আমরা ভিতু না আমরা সোচ্চার হয়েছি কারন আমরা রাজনৈতি করি আমরা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী মহাদয়ের কর্মি আমাদের ধ্বংস করা যাবে না।আমরা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী ভাই আমাদের মাথার উপর ছাতা হয়ে আছে আমরা তার নির্দেশনা চলবো।
জাতীয় ছাত্র সমাজের কুমিটি বিলুপ্ত হয়ায় তিব্র নিন্দা জানান সুন্দরগঞ্জ উপজেলা ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জাতীয় ছাত্র সমাজের ৫০০০ নেতাকর্মী।