গোলাম রাব্বি সবুজ ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে দিন রাত গণসংযোগ উঠান বৈঠাক ও মাইকিং করে ভোটারদের ধারে ধারে প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েও চলছে শেষ প্রহরে প্রচার প্রচারনা, ধামরাই উপজেলার চা দোকান থেকে শুরু করে উপজেলার অলি গলি এখন নির্বাচনী প্রচার প্রচারণে স্বগরম, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে যাচ্ছে প্রার্থীরা, এই উপজেলা নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করছেন ১৫ টির বেশি প্রার্থী, এদের মধ্যে ঘোড়া মার্কা নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আর দোয়াত কলম নিয়ে লড়ছেন সাবেক ভারপ্রাপ্ত
চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, এছাড়াও মটর সাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, কৈ মাছ প্রতীকে উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আহাম্মদ হোসেন,হেলিকপ্টার প্রতীকে সুধীর চৌধুরী, আনারস প্রীতক নিয়ে লড়ছেন আব্দুল লতিফ, এছাড়ও ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কা নিয়ে সিরাজ উদ্দিন সিরাজ, বই প্রতীকে ভিপি জুয়েল রানা, টিউবওয়েল প্রতীক নিয়ে যুবলীগ নেতা হাফিজুর রহমান, টিয়া পাখি প্রতীকে শানিনুর রহমান, তালা মার্কা প্রতীকে ইমরান খান, এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান মার্কায় আফরোজা আক্তার,
প্রজাপতি প্রতীকে আন্নিচ্ছা হাশেম লাভলী,কলস প্রতীকে খেদেজা খানম, ফুটবল প্রতীকে জয়া হোসেন,হাস মার্কা প্রতীকে সুরাইয়া আক্তার লড়ছেন, পাল্টা পাল্টি অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা।