শাহীদুল ইসলাম কালু,শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা মহোদয়।
সভায় এজেন্ডাভুক্ত জেলা পর্যায়ের সকল দপ্তরসমূহের পরিচালক এবং উপপরিচালকবৃন্দ উপস্থিত থেকে দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম সমূহের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
এ সময় সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।