সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে বাঁচাতে তৎপর উপসচিব ভাই আলমগীর কবির সাভারে আগুনে দগ্ধ অসহায় মায়ার চিকিৎসায় বিএনপি নেতা -খোরশেদ আলম

দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী সরঞ্জাম বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

 

মো: আসিফ ইসলাম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

 

সোমবার (20 মে) বোদা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে সকাল ১১ টায় নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। তবে ব্যালট পেপার ভোট গ্রহণ শুরুর আগ মুহুর্তে পৌঁছে দেবে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার।
উক্ত নির্বাচনী সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলার নিবাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তকদির আলি সরকার।

এরইমধ্যে ৬৪টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির স্বচ্ছ ব্যালট বক্স-সিলসহ অন্যান্য নির্বাচনী উপকরণ বিতরণ করছেন। এসময় নির্বাচনী কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে উক্ত মালামাল গ্রহণ করেন।

এসময় সহকারী রিটার্নিং অফিসার বলেন, আমাদের ৬৪ টি কেন্দ্র নির্ধারণ করা আছে। সেই কেন্দ্রগুলোতে নির্বাচনের মালামাল বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসারেরা সেসব মালামাল গ্রহণ করছেন। আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১৯৭১৬৫ জন।
ভোটারদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতাকারীরাদের রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটারদের বলতে চাই কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো সুযোগ থাকে বা নজরে আসে তাহলে আমরা এর পদক্ষেপ নিব।
নির্বাচনী সামগ্রী পেয়ে ২২নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরে আলম জাকারিয়া বলেন, বালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের কেন্দ্র। এরইমধ্যে নির্বাচন মালামাল গ্রহণ করেছি। এখান থেকে মালামাল নিয়ে কেন্দ্রে যাব। নির্বাচন সংক্রান্ত যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনেই কাজ করছি।
উপজেলা পরিষদ নির্বাচনে ৬৪টি ভোটকেন্দ্র ও ৫৬৫টি ভোটকক্ষ রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার জানায়, নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। তবে দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব অনুযায়ী রিটার্নিং অফিসার পুলিশের সঙ্গে পরামর্শ করে ব্যালট পৌঁছানোর ব্যবস্থা করবেন। ভোটের ‘অভিযোগ বা বিতর্ক’ এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102