গোলাম রাব্বি সবুজ ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে ধামরাই উপজেলায় তিনজনকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে সন্ধ্যা রাতে, জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের নির্বাচিত ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,ধামরাই উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল লতিফ (আনারস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪২হাজার ৯৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ খান লাল্টু (মোটরসাইকেল ) প্রতীকে পেয়েছেন ৩৮হাজার ৬৩৩ভোট। ও ভাইস চেয়ারম্যান পদে গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুয়েল রানা (বই) প্রতীক নিয়ে ৫২ হাজার ৩০৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত
হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪হাজার ৮৬০ভোট।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার পেয়েছেন ৫৭ হাজার৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্নিছা হাশেম লাভলী পেয়েছেন ২৮ হাজার
৪৯ ভোট।
এর আগে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা শেষে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা নির্বাচন অফিস৷