মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট
জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করছেন সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও আ. লীগ নেতাকর্মীরা। মোঃ হাসানুজ্জামান মিঠু দুইবার জামালপুর ইউনিয়নের সফলতম চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শি ও জয়পুরহাট সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।
এ সময় চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে জয়পুরহাট সদর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে।