মোঃ আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বিভিন্ন অঞ্চলে মধ্যে রাত থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। গতকাল ২৭/০৫/২০২৪ রবিবার সারাদিন রাজশাহী মেঘাচ্ছন্ন ছিলো।তবে সন্ধা নামতেই মেঘ ঘনিয়ে আসে।
সন্ধার সময় কিছুক্ষণ হালকা বৃষ্টি হয় রাজশাহীর বুকে। পরবর্তীতে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে মানুষের।
গাছ পালা সহ মাঠে থাকা ফসলের ব্যপক উপকার হয়ে বৃষ্টির ফলে।বিশেষ পান বরজের। অতিষ্ঠ হয়ে পড়া জনজীবন নতুন করে ফিরে পেয়েছে প্রাণ।