রেজাউল করিম সুন্দরগঞ্জ
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়নে পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় গরীব মানুষদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পথের সাথী ফাউন্ডেশনের সভাপতি জনাব মো: জহুরুল ইসলাম বলেন আমি নিজের চেষ্টায় এ ফাউন্ডেশন গড়ে তুলেছি দীর্ঘ ৩ বছর যাবত আমি অসহায় মানুষের পাশে আছি আমি যতদিন বেচে আছি তাতো দিন অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাবো তাদের পাশে থাক, এই ফাউন্ডেশনে আমার কিছু বন্ধু আমার পাশে আছে তাদের সহযোগিতায় আমি পাচ্ছি আমি তাদের ধন্যবাদ জানাই দোয়া রাখছি তারা যেনো আজীবন আমার ফাউন্ডেশনের সাথে থাকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে ছিলেন মো: ইন্জিনিয়ার রুবেল, তিনি বলেন পথের সাথী ফাউন্ডেশন আমার জানামতে অনেক দিন থেকে অসহায় মানুষদের নিয়ে কাজ করতে ছে, ফান্ডেশনের সভাপতি জহুরুল মিয়ার এই উদ্বেগ কে স্বাগত জানায় তিনি আরও বলেন এই প্রতিষ্ঠানের সাথে আমি আছি থাকবো ইনশা আল্লা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মো: আব্দুল লতিব প্রধান শিক্ষক নিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো: রুহুল খন্দকার রোটেক্স কোম্পানি লিমিটেড,, মো: জহুরুল ইসলাম জাতীয় যুবসংহতি সহ আরও অনেকে।