নিজস্ব প্রতিবেদক মোঃ শহিদুল ইসলাম
তো আপনার বাড়ীর চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে, যার কারনে আপনার বাসার ভেতরে একটা “মাইক্রোক্লাইমেট” তৈরি হবে।
মাইক্রোক্লাইমেট কী?
এই ধরুন আমাদের দেশের একটা ক্লাইমেট আছে, এখন সেটা গরম। তবে আপনি যদি চান এইখানেই আপনি কিছুটা যায়গা নিয়ে আলাদা এক রকম ক্লাইমেট তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছে অনুয়ায়ী।
ধরুন আপনি চাইলেন একটা নির্দিষ্ট যায়গার তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কম রাখবেন, সব সময়ে যেনো শীতল লাগে, সেটা সম্ভব, এবং সেটা মাইক্রোক্লাইমেট তৈরির মাধ্যমেই সম্ভব। মাইক্রোক্লাইমেট সৃষ্টির জন্যে অনেক গুলো বিষয় নজর রাখতে হয়, এই যেমন সুনির্দিষ্ট গাছ, জলাধার, সঠিক স্থানে স্পেস তৈরি ইত্যাদি।
সেই সুনির্দিষ্ট গাছের একটা নিম। এমন আরো কিছু গাছ আছে। এই যেমন, দেবদারু, জারুল, মেহগনি।
এই বর্ষায় একটি করে শীতলতা প্রদানকারী গাছ রোপন করুন! আমাদের পরিবেশ কে রক্ষা করুণ।