গত ২৭শে জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ছেলেটি হারানো গিয়েছে। ছেলেটির নাম মোঃ ইনান বয়স-১৩, গায়ের রং ফর্সা, হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল
মিষ্টি কালার টি-শার্ট এবং পাজামা । সারাদিন খোজাখুজির পর ও খুঁজে পাওয়া যায়নি তাকে। কোন সু-হৃদবান ব্যক্তি যদি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
সন্ধানপ্রার্থীঃ মোঃ রোকনুজ্জামান আওয়াল, গ্রাম- নরটুলি থানা-পত্নীতলা জেলা-নওগাঁ।
মোবাইলঃ ০১৩১৫১০৯১১৩, ০১৭২১৯৪৯২১৯, ০১৭৩৪৫০২৬২৪, ০১৭৬৬০৫২১২২