এস এম আলমগীর চাঁদ ( বিশেষ প্রতিনিধি )
সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে পাবনার সাঁথিয়ায় বিএনপি- জামায়াত ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো কাশিনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার খাঁ (৬৪), নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম (৩০), কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ (৩৫), লক্ষীপুর গ্রামের জামায়াত সমর্থক শরীফ আহমেদ(৪১), ধুলাউড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মোক্তার হোসেন (৪৫), নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শিবির সমর্থক নুরুল আমিন রানা (৩০), কাশিনাথপুর ইউনিয়নের আতরশোভা গ্রামের বিএনপি সমর্থক আ: দায়েন (৫৫), বোয়াইলমারী গ্রামের জামায়াত সমর্থক আব্দুল্লাহ আল মামুন (৩৫), পিপুলিয়া গ্রামের বিএনপি সমর্থক সাজেদুল ইসলাম (৪৮), নাগডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম (৬০), ক্ষেতুপাড়ার জামায়াত সমর্থক লিটন (২৮), ধোপাদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন খাঁ (৫০), ধুলাউড়ী ইউনিয়নের জামায়াতের শুরা সদস্য শফিকুল ইসলাম (৩৫), সাঁথিয়া পৌর জামায়াত নেতা ওহিদুল ইসলাম (২৯), ধোপাদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল(৫৬), করমজা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সভাপতি রতন ফকির (৩৫) ও গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের জামায়াত নেতা আব্দুল বারেক (৪২)।
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট ঘটনা ও অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।