পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।মোঃ ময়নুল ইসলাম ১২ তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।উল্লেখ্য, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে মো: ময়নুল ইসলাম কে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হল।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।