নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে শার্শা থানাধীন বহিলাপোতা মাঠ থেকে বড় মান্দারতলা গ্রামের দিকে পায়ে হেটে আসছিল তিনজন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এস আই সালাউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মো. জাহাঙ্গীর আলম (৩০) কে তার মাথায় থাকা একটি লাল-হলুদ রঙের প্লাস্টিকের বস্তাসহ গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সকলের সামনে বস্তার তল্লাশি করে ৪ প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৪ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।