মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদরে কোটা সংস্কার আন্দোলনে। গত ৪ আগস্ট গাইবান্ধা ডিসি অফিসের সামনে রাবার বুলেট বিদ্ধ আহত গাইবান্ধা সদরের খানকা শরিফ ফাজিল মাদ্রাসার ছাত্র মোঃলিমন মিয়া (আরাফাত) র শ্রীরে ও হাতে প্রায় ৪০ থেকে ৫০টি রাবার বুলেট লেগে আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয় চিকিৎসকগণ শরীর থেকে রাবার বুলেট বের করলেও ডান হাতের কুনোই জয়েন্টের হাড়ের ভেতরে ১৩টি বুলেট ডুকে আছে, যাহা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা সম্ভব হচ্ছে না লিমন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর অথবা ঢাকায় দ্রুত স্থানান্তরের পরামর্শ ব্যক্ত করেছেন কর্তব্যরত চিকিৎসক। অর্থ অভাবে দিনমজুর বুলেটবিদ্ধ লিমনের পিতা রফিকুল ইসলাম অত্যন্ত ভেঙে পড়েছেন। রাবার বুলেটবিদ্ধ লিমনকে রংপুর অথবা ঢাকায় কিভাবে চিকিৎসা করবেন সেই সামর্থ্য তার নাই। এদিকে অতিদ্রুত হাড়ের ভেতর থেকে গুলি বের করতে হবে, অন্যথায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক লিমনের পিতা কে পরামর্শ প্রদান করেছেন। আহত লিমনের পিতা রফিকুল ইসলাম তার ছেলের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দানশীল বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন। স্থানীয় অভিজ্ঞ মহল জানিয়েছেন আহত ছাত্র লিমনকে উন্নত চিকিৎসায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা। যোগাযোগ:-গাইবান্ধা বাস টার্মিনাল সংলগ্ন। মোবাইল নং ০১৭০৭১৪৪২১৪ (নগদ ও বিকাশ)