শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি:
পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি
এ স্লোগানকে সামনে রেখে ৪ নভেম্বর সারা দেশের ন্যায় শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে শ্রীবরদী থানার উদ্যোগে শনিবার সকালে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্্যলী বের করা হয়।
র্্যালী শেষে পৌরশহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানার জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি)
কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্উদ্দিন ছালেম ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম,
বষিয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি
আব্দুল্লাহ আল সালেহ, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন,শ্রীবরদী উপজেলা শাখা, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল শ্রীবরদী উপজেলা শাখা,উপজেলা যুবলীগ নেতা ও সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, জনপ্রতিনিধি,ভিন্ন পেশাজেবি সাংবাদিক, ব্যবসায়ী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।