শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিমিধি:
সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয় র্্যালী ও আলোচনা সভার।
উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার
মো ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ছালাহ্উদ্দিন ছালেম, উপজেলা সমবায় কর্মকর্তা মো নুরুজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ফরহাদ আকন্দ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো ফখরুজ্জামান সেলিম,
আওয়ামীলীগ নেতা মুক্তিাযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, আব্দুল মতিন, উপজেলা যুবলীগ নেতা ও সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, উপজেলা যুবলীগ নেতা হামিদুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
রাজনীতিক দলের নেতৃবৃন্দ, ও সমবায় সমিতির সদস্য,গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।