নিজস্ব প্রতিবেদক
মাগুরায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯সেপ্টেম্বর সোমবার বিকেলে শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে বুনাগাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুনাগাতি ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি বাবু অজিত কুমার রায়’র সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি মোজাফফর হোসেন টুকু।
এ সময় উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি নেতা দেবাংসু কুমার বিশ্বাস,মোঃ লিয়াকত মোল্লা ,নাজমুল মেম্বার ,শালিখা উপজেলা বিএনপির সদস্য সাবুর আলী,সুজিৎ মল্লিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তুহিন শিকদার, বিএনপি নেতা বাবলুর রহমান,আশরাফুল ইসলাম আশা প্রমুখ।