সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ ভেড়ামারায় নদী ভাঙন এলাকা পরিদর্শন পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়ে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা শাখার কমিটি গঠন আজ প্রতিমা বিসর্জন, মণ্ডপ গুলোতে বিদায়ের সুর সাঁথিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে -নিতাই রায় চৌধুরী দৌলতপুর আল্লারদর্গা বাজারের রাস্তা সংস্কার,ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন  শেরপুরে আন্ত:জেলা গরুচোর চক্র ও মাদকসহ সহ গ্রেফতার- ৫ সাভারের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম

সুন্দরগঞ্জে চুন্ডিপুরে মামলা দায়েরকে কেন্দ্র প্রতিপক্ষ অবঃ মোজাম্মেল হক হযরত ও তার সহযোগী কর্তৃক হামলা মারপিট গুরুত্বর আহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চুন্ডিপুর গ্রামে প্রতিবেশী প্রতিপক্ষ অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোজ্জাম্মেল হক হযরত ও তার সহযোগী কর্তৃক হামলা মারপিটে বয়স বৃদ্ধ মোঃ ফুল মিয়া গুরুত্বর আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যাপারে আহত ফুল মিয়ার পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক হযরত, মহিবুল্লাহ হক, মনোয়ারা বেগমের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। প্রকাশ জানা যায়, ঐ দুই পরিবারের মধ্যে বেশ কিছু দিন থেকে মনোমালিন্য ও পারিবারিক বিষয় নিয়ে শত্রæতা চলে আসছিল। কিছু দিন পূর্বে বর্তমান ঘটনায় আহত ফুল মিয়ার পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ বিজ্ঞ আমলী আদালতে সি আর মামলা দায়ের করেন নং-৩৬২/২৪। উক্ত মামলা দায়ের পর থেকে উপরে লিখিত প্রতিপক্ষগণ আহত ফুল মিয়া ও তার পরিবারের উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে। উক্ত ক্ষিপ্ততা ও উত্তেজনার ফলে গত ১০ সেপ্টেম্বর বিকাল ৪টা দিকে অন্যান্য দিনের ন্যায় বয়স বৃদ্ধ ফুল মিয়া বাসা থেকে বের হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের যাওয়ার সময় পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত থাকা উপরোক্ত প্রতিপক্ষগণ ফুল মিয়ার পথ রোধ করে বাকবিতন্ড সৃষ্টি করে, এতে ফুল মিয়া মুখে প্রতিবাদ করলে অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক হযরতসহ অন্যান্য সহযোগীরা ফিল্মি কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে বয়স বৃদ্ধ ফুল মিয়াকে বেধর হামলা মারপিট করে গুরুত্বর রক্তাক্ত আহত করে। প্রতিপক্ষ হামলাকারীদের নির্মম আঘাতের ফলে বয়স বৃদ্ধ ফুল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার হই চৈ শব্দে আশে পাশের মানুষ ছুটে আসে ঘটনা দেখতে পায়। পরে সাক্ষী মনিনুল ইসলাম, লাজু মিয়া, মাইদুল ইসলামসহ আরোও অনেকেই গুরুত্বর রক্তাক্ত আহত ফুল মিয়াকে উদ্ধার করে অপরিচিত অটো রিক্সা যোগে গাইবান্ধা সদর হাসপাতালে এনে ভর্তি করে। উল্লেখ্য প্রকাশ, আহত বয়স বৃদ্ধ ফুল মিয়াকে অন্যায় ভাবে আঘাত করার প্রেক্ষিতে তার পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত হওয়ার পরেও রেকর্ড করতে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালবাহনা চলছে বলে মর্মে রফিকুল ইসলাম জানায়। রফিকুল ইসলাম আরও জানায়, প্রতিপক্ষ অবঃ প্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক হযরত তার পুত্র মাসুদ রানা বর্তমান সেনা সদস্য হওয়ার ফলে তাদের দাপট এবং উগ্রতা গরমের বিষয়টি এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে ঐ এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোন মহুর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102