মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ মো: আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।অদ্য শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকার বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এসময় তিনি শহীদ আহাদের মাতা মোছাঃ পাখি খাতুন, পিতা মো:ইউনুস আলী ও আপন চাচা স্থানীয় ইউপি সদস্য মো: ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:আব্দুল কাদের,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল , সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা শ্রী বাপ্পি শিকদার ও মো: জহির রায়হান,সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব প্রমূখ। জেলা প্রশাসক মাগুরা মহোদয়ের পক্ষে ক্ষুদ্র উপহার হিসেবে ১টি উন্নত মানের সেলাই মেশিন ও ফলফ্রুসের বাকেট প্রদান করা হয়।
এরপর তিনি অপর শহীদ বালিদিয়া গ্রামের সুমন এর বাড়ীতে যান।
গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।