মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পাবলিব লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা সভাপতি হযরত মাও: আব্দুর রাজ্জাক ও প্রধান বক্তা ছিলেন কছর আলী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সহকারি সুপার হযরত মাও: ইব্রাহিম খলিল।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদর উপজেলা সভাপতি প্রফেসর জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হযরত মাও: মহিউদ্দিন চিস্তি, শহিদুল্লাহ সাহেব, সৈয়দ মো. শামছুল আরেফিন চিস্তি, সদর উপজেলা সাধারণ সম্পাদক ময়নুল হক বিএ, জেলা কমিটির দপ্তর সম্পাদক জান্নাতুল ইসলাম নাঈম প্রমুখ।
উল্লেখ্য, আরবির সাসের ১২ রবিউল আউয়াল আজকের এই দিনে দুনিয়াতে শুভাগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সালল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং এই দিনেই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) অজ্ঞতা, মুর্খতা ও আইয়ামে জাহেলিয়াত-এর অন্ধকার দূর করতে এসেছিলেন। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী আবহ তৈরি করেছেন তিনি।