মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে ২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেশারী, চিনাবাদাম, সূর্যমুখী, মুগ ও শীতকালীন পেঁয়াজ ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি মাননীয় সভাপতি, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ মো. শহীদুজ্জামান সরকার, এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী,
উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ( কৃষিবিদ ) মো. তৌফিক আল জুবায়ের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর রাব্বি, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতারসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণী।
উপজেলার ৩৭ শত ৩০ জন চাষির মধ্যে ৬৫০ জন কৃষকদের মাঝে গম ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ৪২০ জন কৃষককে মাঝে ২ কেজি ভুট্টা, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিসা
২১৬০ জনের মাঝে ১ কেজি সরিসার বীজ, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি, ১২০ জনের মাঝে মশুর ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৩০ জনের মাঝে ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ২০০ জনের মাঝে ৮ কেজি খেসারী বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৫০ জনের মাঝে সূর্যমুখী ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ২০ জনের মাঝে চিনা ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ৮০ জনের মাঝে পেঁয়াজ ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি হারে বিতরণ করা হয়।