ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
আজ ৫ই নভেম্বর ২০২৩ রোজ রবিবার সময় ২:৩০ মিনিটে
নারী সাংবাদিকরা এগিয়ে যাবে, এগিয়ে যাবে বাংলাদেশ দুপুর ২:৩০ মিনিটে নারী সাংবাদিক সভাপতি সুমী আক্তারের নেতৃত্বে নতুন যোগদানকারী ইউনোর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
নারী সাংবাদিকদের সভাপতি সুমী আক্তার বলেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতে ফুলের শুভেচ্ছা বিনিময়ে সময় স্যারের খুবই আন্তরিকতা ছিলো, এবং নারীদের সম্মান দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার প্রচারণা আমাদেরকে সঠিক তথ্য সংগ্রহ করে মিডিয়াতে প্রকাশ করতে বলেন।
নারী সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন শারমিন তিশা- সাধারণ সম্পাদক,
আলেয়া আক্তার- আলো সহ সভাপতি,
নিশা আক্তার -কোষাদক্ষ,
ফাতেমা আক্তার মাহমুদা ইভা -যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় আছেন।
শিউলি আক্তার লিলি – ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক,.সাংবাদিক কুমকুম, মোহাম্মদ নুর আলম আকন্দ -প্রতিষ্ঠাতা উপদেষ্টা নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার।