হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলায় বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ এর সভাপতিত্বে গণসমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই শায়েখ সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল জেলা সহসাংগঠনিক মাওলানা মিজানুর রহমান, বরিশাল জেলা সরকারি অর্থ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, হিজলা উপজেলা অর্থ বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কাদের কারিমী ইসলামী ছাত্র আন্দোলনের হিজলা উপজেলার সভাপতি হাফেজ মোহাম্মদ মোস্তফা নোমান,ইসলামী আন্দোলনের হরিনাথপুর ইউনিয়নের মোহাম্মদ আব্দুল আলিম, গুয়াবাড়িয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মোঃ মিজানুর রহমান , মজিবুর রহমান তালুকদার মোঃ মনির হোসাইন, প্রমুখ সঞ্চালনায় ছিলেন হিজলা উপজেলা সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা আব্দুল্লাহ বিন কালাম । এছাড়াও হিজলা উপজেলার হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সকল নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন স্বৈরাচার হাসিনা সরকারকে পতন ঘটিয়ে গত ৫ ই আগস্ট স্বাধীন করেছি, আমরা এই বাংলার বুকে আর কোন স্বৈরাচার সরকার দেখতে চাই না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন রক্ত ঝরিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি, আর যেন কোন মায়ের বুক খালি হতে না পারে সেদিক লক্ষ্য রাখতে হবে, আর কোন জুলুম অত্যাচারী ফেসিবাদের সরকার ঘাড় চেপে বসে না থাকতে পারে সকলের সজাগ থাকতে হবে, আগামী দিনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে হাত পাখাকে ভোট প্রদান করে ইসলামী শক্তি কে জাগ্রত করবো ইনশাআল্লাহ ।