মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম বলেছেন, যত হত্যা নির্যাতন করা হয়েছে,সারা দেশে মামলা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। আজ তারা ভীত হয়ে বাইরে পালিয়ে আছে। দীর্ঘ ১৬ বছর আমাদের ওপর গুলি চালিয়েছে,মামলা দিয়েছে। তবুও মাটি কামড়ে দেশে ছিলাম,আজও দেশে আছি। তোমরা কেন মামলার ভয়ে দেশ থেকে পলাতক। তারা জানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তাদের রেহাই হবে না। আদালতে গিয়ে খালাস পাবে এটা তারা ভাবতেও পারে না। এত বড় স্বৈরাচার দুনিয়ায় বিরল।
অনেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে স্বৈরাচারের পতনের জন্য। অনেকে বলেছিল আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। কারণ এ সরকার পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে মানুষের বুকে গুলি চালিয়ে আন্দোলন দমন করে। শেখ হাসিনা চাইত পাওয়ার। পাওয়ারই তার মূখ্য ছিল। কিন্তু দেখুন মানুষের আহাজারি আল্লাহ কবুল করেছেন।
আজ সকালে তার নিজ কার্যালয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছি। কিন্তু চূড়ান্ত আন্দোলন আমরা সমাপ্ত করতে পারিনি। এটা করা হয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ মজলুমের ডাক শুনেছে। এমন পতন হয়েছে যে দুই বোন পালিয়ে গিয়েছে। তল্পিবাহকদের কথা তারা একবারও ভাবেনি।
তিনি আরো বলেন, মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল। তারপরও তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ আবারও গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা মুসলিম লীগের মত কলঙ্ক নিয়ে টিকে থাকবে।