মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২৪ইং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর রাষ্ট্রায়ত্ত চিনিকল সমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বেলা সাড়ে এগারোটায় ১১,৩০টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, কৃষি বিভাগের জেনারেল ম্যানেজার, সিডিএ খাইরুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতার, সম্পাদক আহসান হাবিব রোমেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পের সব থেকে কার্যকর কৃষিবিভাগকে অবহেলা করা হয়েছে। চিনি শিল্পের উন্নয়ন এবং কৃষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাঁচাতে অবিলম্বে কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।