মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি
গীবত
আরিফুল ইসলাম
সমাজের মাঝে এমন কিছু
মানুষ আছে ভাই,
যারা অন্যের দোষ মরিয়া হয়ে
খুঁজে খুঁজে বেড়ায়।
এরাই হলো গীবতকারী
সমাজের দুশমন,
এদের জ্বালায় ছিন্ন হয়
রক্তের বন্ধন।
গীবতকারী কথায় কথায়
বদনাম ছড়ায়,
তাই সমাজের কাছে এদের জন্য
নেই কোনো আশ্রয়।
কলহ-বিবাদ খুন-খারাবি
এই গীবত থেকে হয়,
সমাজের মাঝে নেমে আসে
কঠিন বিপর্যয়।
এরা সামনাসামনি সুনাম গায়
মিষ্টি মিষ্টি সুরে,
আর সব সময় ক্ষতি করার চিন্তা
রাখে অন্তরে।
এমন মানুষ থেকে সদা
দূরে দূরে থাকো,
সৎ মানুষকে বন্ধু করে
হৃদয় মাঝে রাখো।