মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাগুরা জেলার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার এসডিএফ মাগুরা জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে মাগুরা জেলা অফিসের আয়োজনে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক মো. কামাল বাসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক (সংগঠন উন্নয়ন) মো: শহীদুল্লাহ এসডিএফ প্রধান কার্যালয়। আরো উপস্থিত ছিলেন, আল-আমিন (উপ-ব্যবস্থাপক-এইচআর) এসডিএফ যশোর অঞ্চল, সকল জেলা কর্মকর্তা সহ বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ। উল্লেখ এসডিএফ মাগুরা জেলার ৮টি ক্লাস্টার অফিস এর ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৮ জনকে ৩য় ধাপে এবং ২০ জনকে ২য় ধাপে বাৎসরিক ২৪ হাজার টাকা প্রদানের মাধ্যমে মোট ৩ বছর মেয়াদী ৭২ হাজার টাকা প্রদান করা হবে। যাহার ফলস্বরূপ আরইএলআই প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আর ত্বরান্বিত হবে এমনটাই প্রত্যাশা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর জানতে চান এবং ভবিষ্যতে তাদের কর্ম পরিকল্পনা ও আদর্শিক মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করার পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শরফুদ্দিন সাগর জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) এসডিএফ মাগুরা।