মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার পৌরসভার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলমের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে সাভারের নির্বাচনি মাঠে-ময়দান।
মেয়র পদপ্রার্থী নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুতি শুরু করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম। তার অনুসারীরা ইতোমধ্যে মোঃখোরশেদ আলম ভাই কে মেয়র হিসেবে দেখতে চাই ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন সাভার পৌরসভাসহ বিভিন্ন এলাকায় টাঙিয়েছেন। নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের দিকনির্দেশনা দিচ্ছেন মোঃ খোরশেদ আলম।
প্রতিটি নির্বাচনি পৌর ওয়ার্ডের প্রত্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন দেয়ালে, ওভার ব্রিজ উপরে ও জনবহুল স্থানে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কের থেকে শুরু করে রেডিও কলোনি যেতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নির্বাচনি পোস্টার চোখে পড়েছে।
নিজ নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা তাদের নেতার সৌজন্যে বিভিন্ন পৌর নির্বাচনের ঘিরে মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম ভাই কে হিসেবে দেখতে চাই সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে শুরু করেছে।
সাভার পৌর যুবদলের নেতা মোঃ সোহেল রানা বলেন, সাভারের বিভিন্ন স্থানে এবং মোঃখোরশেদ আলম ভাই কে মেয়র হিসেবে দেখতে চাই ব্যানার টাঙ্গিয়েছি’।মোঃ খোরশেদ আলমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তিনি নির্বাচিত হয়ে আসবেন। তিনি নির্বাচিত হলে তার মাধ্যমে আপনাদের জন্য কাজ করতে পারবে।
সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি বলেন, “আমাদের সাভার পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীরা,ব্যানার-ফেস্টুন টাঙ্গিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চান, মোঃখোরশেদ আলম ভাই কে মেয়র হিসেবে দেখতে চাই জয়যুক্ত করতে চাই।