মোহনা টেলিভিশনের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে মাছরাঙা টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি আল মামুন’র সঞ্চালনায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, মোহনা টিভির জেলা প্রতিনিধি মিলন রায়হান, প্রেসক্লাবের সহ সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, মিজানুর রহমান মিন্টু, রেজাউল করিম রেজা, এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আর-ও উপস্থিত ছিলেন টাইমস অফ বাংলাদেশ,দৈনিক আজকের বাংলা এবংদৈনিক চাঁদনি বাজারের জেলা প্রতিনিধি মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃরাকিব হোসেন, নয়া দিগন্তরের মোঃওমর আলি বাবু, বাংলাদেশ জার্নালের সাগর কুমার, ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান খাঁন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, ৭১টিভির মোঃমোয়াজ্জেম হোসেন, সহ অর্ধশতাধিক টিভি এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহনা টিভির জেলা প্রতিনিধি মিলনের রায়হান উদ্বোধনী বক্তব্য রাখেন।