এস কে সুলতান, স্টাফ রিপোর্টার
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দলিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু পরিবারের উপরে স্থানীয় বিএনপির নেতারা মারধরের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা মুরাদ হোসেন ও তার সহযোগী আমির হোসেন, শাওন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায়(১১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী মা চন্দনা রানী ঘোষ । অভিযোগ দায়ের করার পর থেকেই হিন্দু ধর্মাবলি সংখ্যালঘু পরিবার ও তার আশপাশের বাড়ির লোকজনদের হিন্দু ধর্মাবলি সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সাহায্য করার কারণে বিএনপি নেতা মুরাদ নানা রকম গালাগালি ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
ভূক্তভোগী মা চন্দনা রানী ঘোষ জানান, আমার ছেলে শয়ন চান্দলিয়া রাস্তায় ঘুরতে বের হইলে হঠাৎ বিএনপির নেতা মুরাদ ও তার লোকজন আমার ছেলের পথ আটকাইয়া আমার ছেলেকে মারধর করিয়া জোরপূর্বক চান্দলিয়া রফিকের দোকানের পিছনে নিয়া যায়। মুরাদের লোকজন আমার ছেলের হাত, পা বেধে লোহার রড ও লাঠি সোটা দিয়া এলোপাতাড়ী পিটাইয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে মুরাদের লোকজন তাকে ছেড়ে দেয়। এলাকাবাসী ভূক্তভোগী শয়ন কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগেরষ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।