নিজস্ব প্রতিনিধি,
ভুক্তভোগী মো: হাফিজুর রহমান বলেন
বেশ কিছু দিন যাবত যায়গা জমি নিয়ে বড় ভাই হান্নানের পরিবারের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
আর সুযোগ পেলেই ভুক্তভোগী হাফিজুর রহমান ও তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করতো বাজে ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দিয়ে আচ্ছিলেন।
এক পর্যায় ভুক্তভোগী হাফিজুর রহমান বাড়িতে না থাকায়।
তার বাড়িতে হামলা করি হান্নান ও তার পরিবারের সবার হাতে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বাড়িতে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাট করেন ঘড়ে থাকা গরু বিক্রির দুই লাখ দশ হাজার টাকা ও চার ভরি স্বর্ণ হাতিয়ে নেন হামলাকারী পরিবারটি। হামলা কারিরা হলেন ১। হান্নান ২। শামিনা ৩।সজিব মিয়া ৪।তাজুল মিয়া ৫।আরমিনা বেগম ৬।মানুন মিয়া।
হামলার বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাফিজুর রহমান।
তিনি এই এই হামলাকারী সঠিক তদন্ত করে শাস্তির দাবি জানান।