মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেছেন, শহীদ জিয়া স্বাধীনভাবে রাজনীতি করতে সুযোগ করে দিয়েছিলেন। রাজনৈতিক দলগুলো নেতাদের স্বাধীনভাবে রাজনীতি করার চর্চা করা সুযোগ দিয়েছিলেন। আর বাকশাল সরকার গণমাধ্যম জিম্মি করে রেখেছিলেন। বিগত ফ্যাসিবাদি সরকার বাকশালীদের মত গণমাধ্যমে কন্ঠ চেপে ধরে ছিলেন। যারা ভিন্ন দলের রাজনীতি করতে তাদের বিরুদ্ধে হামলা মামলা গুম করা হয়েছে। আজকে নতুন বিপ্লব হয়েছে ৫ তারিখে, সেটা হলো ছাত্র-জনতার বিপ্লব। এর মাধ্যমে নতুন স্বাধীন রাষ্ট্র রূপ নিয়েছে, আমরা সবাই বৈষম্যমুক্ত থাকবো।
আজ (১৬নভেম্বর) সকালে তার নিজ কার্যালয়ে নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন এবং নিরাপত্তার সাথে আছেন। আওয়ামী লীগ সংখ্যালঘু ইস্যুকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এদেশের জনগণ ও বাংলাদেশের জাতীয়বাদী দল নেতাকর্মীরা রুখে দিয়েছে।এত সহজে ছাড় দেয়া হবে না। কোন অন্যায়, কোন অত্যাচার, কোন জুলুম আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন ফ্যাসিবাদি সরকার আমলে যেভাবে দোসর হিসেবে চলেছেন এখন সেভাবে করছেন।
ঘরে ঘরে মামলা দিচ্ছেন আপনারা যদি না শুদ্ধলাম শুধু দাতঁ ভাঙ্গা নয় হাত-পা ভাঙ্গা জবাব দিবো। আমাদের পরিবার ও আমাদের বিরুদ্ধে আর কোন বাজে মন্তব্য আর কোন মামলা দিচ্ছেন, তাহলে আপনাকে দেখার আছে। রাজনীতিতে শিষ্টাচার থাকা অনেক জুরুরী। রাজণীতিতে কোন মঞ্চ আছে, অশিক্ষিত মূর্খ’র মত কথা বলেন, আজকের মধ্যে এগুলো বন্ধ করেন। বিগত সরকার পুলিশ দিয়ে হামলা মামলা দিয়ে যেভাবে আমাদের হয়রানী করেছে আপনারা সেভাবে করছে। পুলিশকে ব্যবহার করে মামলা দিয়ে আমাদের সাথে লড়াই করতে চাচ্ছেন। ১৭ বছর লড়াই করেছি, প্রয়োজনে আরো ১৭ দিন লড়াই করবো।