স্টাফ রিপোর্টার এসকে সুলতান
সাভারে ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে বইছে আনন্দের মেলা, দেশের নানা আন্দোলন সংগ্রামের সময় পার করে এমন বিনোদন দেখে সাধারণ মানুষের আনন্দের যেন শেষ নেই, দর্শনার্থীদের বসার স্থান ছিল কানায় কানায় পূর্ণ, বিভিন্ন বাসা বাড়ীর ছাদে বসে খেলা উপভোগ করেছে উৎসুক জনতা, এমনটি ঘটেছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পূবহাটী গ্ৰামে। শুক্রবার সন্ধ্যায় যুবনেতা ইয়ার মোহাম্মদ শাওনের আয়োজনে, ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়, সে সময় সেখানে আমিন বাজার দল সাভার এফসি দল কে তিন এক গোলে পরাজিত করেছে। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমান উল্লাহ সরকার, ব্যারিস্টার নয়ন সরকার, লালন সরকার, চয়ন সরকার সহ অনেকে। এ সময় এক দর্শনার্থী বলেন, খুব চমৎকার একটি খেলা আমরা উপভোগ করলাম এই ধরনের খেলাধুলা আরো বেশি আয়োজন করা উচিত এর ফলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে আসবে।
এ সময় খেলার সাথে সংশ্লিষ্ট একজন বলে আমরা ভাবতে পারিনি আমাদের এই ক্ষুদ্র আয়োজন এতটা সারা ফেলবে, প্রায় ৩২ টি দল এই খেলায় অংশ গ্রহণ করেছেন। এ সময় খেলার আয়োজক ইয়ার মুহাম্মদ ইয়াসিন সরকার শাওন জানান, যুবকরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে যাবে, আমরা বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকা ও রানার্সআপ দল কে ৩০ হাজার টাকা পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের খেলার প্রতি উৎসাহ কে আরো বৃদ্ধি করার চেষ্টা করছি।