ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুরে হাতিমারা হাই স্কুল এন্ড কলেজর মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্টিত হয়।
আজ শুক্রবার ২২ নভেম্বর কাশিমপুরের ০৩ নং ওয়ার্ডের হাতিমারা ক্লাব এর উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং এর আয়োজন করা হয়।
অনেক দল/ ক্লাব অংশগ্রহন করে এর মধ্যে সর্বশেষ ফাইনালে উত্তীর্ণ হয় গোবিন্দবাড়ী নব জাগ্রত যুব সংঘ বনাম কাশিমপুর সোনালী অতিত ফুটবল একাদশ, উক্ত খেলায় হাজারো দর্শকের অবস্থানে জমে উঠে এবং খেলাটি ট্রায়বেকার পর্যন্ত গড়ায় ট্রাইবেকারে (৫-৩) ২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় গোবিন্দবাড়ী নব জাগ্রত যুব সংঘ ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার, সভাপততিত্ব করেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রহিম মিয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব কে.এম হাফিজুর রহমান রাজু,উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মোঃ তাহাজ উদ্দিন মোল্লা, প্রধান পৃষ্টপোষাক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির যুগ্ম–সম্পাদক জনাব হাসেম রেজা
এছাড়া উপস্থিত ছিলেন গোবিন্দবাড়ী নব জাগ্রত যুব সংঘ এর উপদেষ্টা ও কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন মৃধা।ক্লাব এর সভাপতি জনাব সোহেল রানা, সাধারণ সম্পাদক জনাব কাওসার মন্ডল,কোষাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক জনাব রিদয় মন্ডল,এছাড়া উপস্থিত ছিলেন বাদশা মিয়া,সদিদুল ইসলাম সরকার,ইউসুফ আহমেদ তুষার, রিপন মন্ডল,সজিব মন্ডল,সোহান মীর,রিদয় মিয়া,সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ
শেষে গোবিন্দবাড়ী নব জাগ্রত যুব সংঘ এর পক্ষ্য থেকে চ্যাম্পিয়ন ট্রফি,প্রাইজমানি রিসিভ করেন উক্ত ক্লাবের উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন মৃধা ও নাজিম উদ্দীন মন্ডল